খুবই গুরুত্বপূর্ণ একটি আর্টিকেল আজকে, আপনার যারা ব্লগার সাইট বা ওয়ার্ডপ্রেস ব্লগ সাইট যে কোন প্লাটফর্মে তৈরি করেছেন। কিন্তু কোনভাবেই গুগল নিউজ অ্যাপ্রুভাল ওয়েবসাইটে করাতে পারছেন না? বা এখনো পর্যন্ত আপনার নতুন ব্লগ ওয়েবসাইটটি গুগল নিউস আ্যাপ্রুভাল এর জন্য আবেদন করেননি?
তাদের জন্য আজকের এই ব্লগ পোস্টটি খুবই উপকারে আসবেন ইনশাআল্লাহ।
আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে গুগল নিউজ অ্যাপ্রুভাল কিভাবে পাবেন? কেন পাচ্ছেন না এই সকল বিষয়ে শেয়ার করব ইনশাল্লাহ মোটকথা google নিউজ আ্যাপ্রুভাল পাওয়ার জন্য শর্তগুলি বা কোন বিষয়ের প্রতি লক্ষ্য করবেন এ বিষয় নিচে আলোচনা করছি-
Also Read
👉একদম ফ্রেশ একটি জিমেইল আইডিতে প্রথমে আপনি গুগলে গিয়ে এই পাবলিশ সেন্টারে আপনার পাবলিশার অ্যাকাউন্টটি তৈরি করে নিবেন। চেষ্টা করবেন আপনার এই জিমেইলটিতে যাতে আপনার ব্লগ ওয়েবসাইটটি খোলা থাকে।
👉Publication Settings – এস সেকশনে আপনি চারটি সেকশন পাবেন। ১) General section – ইস সেকশনে আপনার পাবলিকেশন নেম অর্থাৎ আপনার ওয়েবসাইটের নাম। কান্ট্রি অর্থাৎ আপনার দেশ, প্রাইমারি ল্যাঙ্গুয়েজ এখানে ইংলিশ দিয়ে দিবেন।
২) Publication url- ই সেকশনের প্রাইমারি ইউ আর এল এর জায়গায় আপনার ডোমেইন দিয়ে আপনার ওয়েবসাইটটি ভেরিফাই করবেন।
৩) Points Of contact– এস সেকশনে আপনি আপনার জিমেইল আইডি দিয়ে দিবেন যাতে কোন সমস্যা হলে গুগল নিউজ আপনার সঙ্গে যে কোন সমস্যায় কন্ট্রাক্ট করতে পারে অবশ্যই টেকনিক্যালি ইসুর উপরে টিক দিবেন।
৪) Visual Style -গুগল নিউজ পাবলিকেশন এর সবচাইতে গুরুত্বপূর্ণ সেকশন এটি।
এ সেকশনে আপনাকে তিনটি লোগো ইমেজ যুক্ত করতে হবে। অবশ্যই যে লোকটি আপনার ওয়েবসাইটে ব্যবহৃত হচ্ছে।
- প্রথম লোগোটি স্কয়ার হবে অবশ্যই jpeg মোড হতে হবে এবং 512/512px হতে হবে।
- দ্বিতীয় লোগোটি লাইট থিম রেক্টাঙ্গেল লোগো হতে হবে।
- তৃতীয় লোগোটি ড্রাগ থিম রেক্টাঙ্গেল লোগো হতে হবে।
এই দুটির লোগো PNG, ফরমেটের হতে হবে এবং মিনিমাম উইথ 200px থাকতে হবে।
উপরের এই তিনটি লোগো ইমেজ যত সুন্দর ভাবে ডিজাইন করে আপনি সাবমিট করতে পারবেন। তত দ্রুত আপনার google নিউজে আ্যাপ্রুভাল পাবেন।
উপরের এই চারটি কাজ রয়েছে গুগল নিউজ পাবলিশার সেন্টারে অবশ্যই সুন্দরভাবে সঠিকভাবে উপরে দেখানোর নিয়ম অনুসরণ করে আপনি ফিলাপ করবেন।
👉Google News Settings – এ ধাপে আপনাকে তিনটি স্টেপে কাজ করতে হবে। একটি জেনারেল, আরেকটি কনটেন্ট সেটিং, আর একটি রিভিউ এন্ড পাবলিস।
১) General >Basic Info>Publisher category – এখানে আপনি আপনার ব্লগ সাইট ক্যাটাগরির সে ক্যাটাগরিটি বাছাই করুন।
এরপর প্রয়োজনীয় তথ্য দিন নেক্সট অপসনে ক্লিক করুন।
👉Content Settings – এখানে আপনি আপনার ব্লগ ওয়েবসাইটের আরএসএস ফিড ইউআরএলটি প্রদান করুন।
খুবই গুরুত্বপূর্ণ আপনি আপনার ব্লগ সাইটের যদি ফিড ইউআরএল বা ফিড বার্নার একাউন্ট সম্পর্কে না অবগত হতে পারেন, তাহলে অবশ্যই নিচে থাকা ভিডিওটি দেখে নিবেন।
👉Review and Publish – এটা শেষ ধাপ।
এ ধাপে সকল ইনফরমেশন গুলো ঠিকঠাক থাকলে আপনি পাবলিস এই অপশনের উপরে ক্লিক করে দিয়ে আপনার আবেদনটি সম্পূর্ণ করবেন।
*আমাদের সঙ্গে গুগল নিউজ যুক্ত থাকতে ক্লিক করুন *
আর যদি কোন সেকশন এমটি দেখেন সেই স্থানের উপরে ক্লিক করে এমটি যে ইসুগুলো আছে সেগুলো সল্ভ করবেন।
আশা করছি উপরের নিয়ম অনুসরণ করলে খুব সহজে আপনারা আপনাদের ব্লগ ওয়েবসাইটে গুগল নিউজ আ্যাপ্রুভাল করাতে পারবেন।
শর্ত সমূহ –
- অবশ্যই আপনার নিউজ রিলেটিভ ব্লগার সাইটের তিনটি মিনিমাম পোস্ট থাকতে হবে। মিনিমাম তিনটি পোস্ট নিউজ রিলেটিভ হতে হবে।
- আপনার ব্লগার সাথে কন্টেন্ট গুলি অরিজিনাল ইউনিক কনটেন্ট হতে হবে।
- লোগোগুলো পিএনজি এবং জেপিইজি হাই কোয়ালিটি হতে হবে।
- ফিড বার্নার ওয়েবসাইটে অ্যাকাউন্ট তৈরি করে আরএসএস ফিড ইউ আর এল টি তৈরি করতে হবে। ফিড ইউআরএল ভুল হলে গুগল নিউজ অ্যাপ্ররুভাল পাবেন না।
উপরের এই কয়টি বিষয়ের লক্ষ্য রেখে আবেদন করলে ইনশাল্লাহ সফল হবেন।
এরপরে যদি সমস্যা হয় তাহলে নিচের ভিডিওটি অনুসরণ করুন।
ভিডিওটি এবং লেখা অনুসরণ করার পরেও আপনার ব্লগ সাইটে যদি google নিউজ আ্যপ্রুভাল না করাতে পারেন, তাহলে নিচে থাকা লিংক থেকেই সার্ভিসকে অর্ডার করুন
আমাদের স্পেশাল টিম আপনার ব্লগার সেটে google news approve করিয়ে দিবে।
শেষ কথা- আমাদের এই ওয়েবসাইটে প্রদানকৃত সকল তথ্য গুলি নিজের ব্লগ ওয়েবসাইট নিয়ে কাজ করা থেকে অভিজ্ঞতা থেকে সংগৃহীত। তাই ভুলক্রটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
আপনার জন্য আরো প্রয়োজনীয় পোস্ট সমূহ –
ওয়েবসাইটের জন্য Backlink Website List এবং ভিডিও টিউটোরিয়াল ফ্রি প্রফাইল ব্যাকলিংক ওয়েবসাইট লিস্ট ব্লগার ওয়েবসাইট পেজ স্পিড অপটিমাইজেশন এইচটিএমএল ফাইল