ব্লগ পোস্ট এর মধ্যে স্টাইলিস্ট বাটন যুক্ত করুন (ওয়ার্ডপ্রেস)

Rate this post

আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন, আপনারা যদি ওয়ার্ডপ্রেস ব্লগ সাইট তৈরি করে থাকেন এবং পোষ্টের মধ্যে স্টাইলিস্ট যেকোনো ধরনের বাটন যেমন-ক্লিক হিয়ার বা ডাউনলোড বাটন এ ধরনের যেকোনো ইউ আর এল দেওয়া বাটন যুক্ত করতে চান তাহলে আজকের এই পোস্টটি সম্পূর্ণ আপনার জন্য।

*আমাদের সঙ্গে গুগল নিউজ যুক্ত থাকতে ক্লিক করুন *

আজকের এই পোস্টে মাত্র এক মিনিটে আপনি আপনার ওয়ার্ডপ্রেসের ব্লগ পোষ্টের মধ্যে কিভাবে স্টাইলিশ বাটন যুক্ত করবেন সে বিষয়ে আপনাদেরকে জানাবো।

  • স্টাইলিস্ট বাটনযুক্ত করার জন্য প্রথমে আপনি আপনার ওয়ার্ডপ্রেসের এডমিন ড্যাশবোর্ডে প্রবেশ করুন।
  • এরপর “add plugin” এই অপশনটির ওপরে ক্লিক করে দেন।ব্লগ পোস্ট এর মধ্যে স্টাইলিস্ট বাটন যুক্ত করুন
  • অনেকগুলি ওয়ার্ডপ্রেসের প্লাগিনস সেকশন আসলে সেখান থেকে সার্চ অপশনে গিয়ে লেখুন”Mango Button” আপনার সামনে ছবির মত plugin টি চলে আসবে।
  • ওয়ার্ডপ্রেসের এ প্যাগিংসটি ইন্সটল করে এক্টিভ করে নিন।ব্যাস আপনার কাজ শেষ।ব্লগ পোস্ট এর মধ্যে স্টাইলিস্ট বাটন যুক্ত করুন
  • এখন আপনি যে পোষ্টের মধ্যে স্টাইলিস্ট বাটন যুক্ত করতে চাচ্ছে সেই পোস্ট সেকশনে চলে যান। অথবা নতুন পোস্ট করতে চাইলে নতুন পোস্টে চলে যাবেন।
  • উপরের দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন এই প্লাগিন্সের একটি লোগ আইকন শো করছে।ব্লগ পোস্ট এর মধ্যে স্টাইলিস্ট বাটন যুক্ত করুন
  • যে পজিশনে বাটনটি যুক্ত করতে চান সেই পজিশনে মাউসটি রেখে এই আইকনটির উপরে ক্লিক করে দিন।
  • এরপর সেখান থেকে যেকোনো একটি স্টাইল বাছাই করুন। চাইলে নিচে থেকে কালার পরিবর্তন করতে পারবেন।
  • এরপর বাটনের মধ্যে কি লেখা যুক্ত করবেন সেটি লিখে দিন। নিচে থেকে বাটনের ইউআরএলটি যুক্ত করুন।ব্লগ পোস্ট এর মধ্যে স্টাইলিস্ট বাটন যুক্ত করুন
  • ব্যাস আপনার কাজ শেষ এখন আপনি প্রয়োজনীয় পোষ্টের অন্যান্য বিষয় ফিলাপ করে পোস্ট করে দিন।
  • এখন দেখবেন যে পজিশনে বাটন যুক্ত করেছেন সে পজিশনেই বাটনটি সুন্দরভাবে দেখতে পাবেন।

আশা করছি আপনারা উপকৃত হয়েছেন আর উপকৃত এবং ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের ওয়েবসাইটটি সাবস্ক্রাইব করে রাখবেন।

এছাড়াও উপরের লেখা থেকে কাজটি বুঝতে অসুবিধা হলে নিচে থাকা ভিডিওটি অনুসরণ করুন 👇

আপনার জন্য আরো প্রয়োজনীয় পোস্ট সমূহ –

ওয়েবসাইটের জন্য Backlink Website List এবং ভিডিও টিউটোরিয়াল

ফ্রি প্রফাইল ব্যাকলিংক ওয়েবসাইট লিস্ট

ব্লগার ওয়েবসাইট পেজ স্পিড অপটিমাইজেশন এইচটিএমএল ফাইল

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মো: সানাউল বারী পেশায় একজন ব্লগার এবং ইউটিউব ও ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর।

পোস্টটি শেয়ার করুন -:

1 thought on “ব্লগ পোস্ট এর মধ্যে স্টাইলিস্ট বাটন যুক্ত করুন (ওয়ার্ডপ্রেস)”

Leave a Comment