ভিডিও schema markup generator ব্লগার ওয়েবসাইটে অর্গানিক ট্রাফিক নিয়ে আসার উন্নত একটি মাধ্যম। এছাড়াও Blogger SEO একটি পার্ট বলা যেতে পারে এই ভিডিও স্কিমা মার্কআপকে।আপনারা যারা আপনাদের ব্লগের প্রত্যেকটি পোস্টকে ভিডিও স্ক্রিমা মার্কআপ জেনেরেটর দিয়ে ভিডিও স্ক্রিমা করতে চান। আজকের এই পোস্ট সম্পূর্ণ তাদের জন্য।
*আমাদের সঙ্গে গুগল নিউজ যুক্ত থাকতে ক্লিক করুন *
আজকের পোস্টে সুন্দরভাবে ধাপে ধাপে দেখানো হবে schema markup generator দিয়ে কিভাবে আপনারা আপনাদের ব্লগ পোষ্টের ভিডিও স্কিমা তৈরি করবেন।এছাড়াও এই পোস্টে পেয়ে যাবেন ভিডিও স্কিমার যে সকল ইউআরএল লিংক দরকার সেগুলি। তো চলুন সম্পূর্ণ বিষয়টি আমরা নিচে থেকে জেনে নেই।
ভিডিও schema তৈরি করার নিয়ম
আমি আপনার ব্লগ পোষ্টের মধ্যে ভিডিও স্ক্রিমা করতে চাইলে শুরুতে আপনি আপনার কম্পিউটার অথবা মোবাইলে যে গুগলে সার্চ করবেন ” https://technicalseo.com/tools/schema-markup-generator/ ” এরপরে আপনার সামনে এই ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে নিচের ছবির সঙ্গে মিলিয়ে নিন।
- পরবর্তী ধাপে আপনি এখান থেকে ভিডিও সিলেক্ট করে দিন। এখন এই নিচের দিকে লক্ষ্য করলে আপনি এই ভিডিও স্কিমা করার প্রত্যেকটি স্টেপগুলি দেখতে পাবেন।
- Name- এখানে ইউটিউবে আপনি যে ভিডিওটি স্কিমা করবেন ইউটিউব থেকে সেই ভিডিওর নামটি আপনি কপি করে এখানে এই বক্সে পেস্ট করুন।
- Video description – ইউটিউবে থাকা ভিডিও ডেসক্রিপশনটি কপি করে এখানে পেস্ট করুন।
- Upload Date- এখানে আপনি ইউটিউবে কত তারিখে ভিডিওটি আপলোড করেছেন সেই ডেটটি সিলেক্ট করুন।
- Minute– ভিডিওটি কত মিনিটের সেটি লিখুন।
- Second- এই বক্সে ভিডিওটি কত সেকেন্ড সেটি লিখুন।
- Thumbnail URL- এখানে এই লিংকটি কপি করুন “
https://i.ytimg.com/vi/your video url/hqdefault.jpg"
- লিংক এর মধ্যে “your video url” এই অপশনে আপনার ইউটিউবের ভিডিওর যে মেইন ইউআরএল রয়েছে সেই ইউআরএল টি প্রদান করুন।
- Content Url – এই ঘরে আপনি আপনার ইউটিউব চ্যানেলের ভিডিওর ইউ আর এল টি দিন।
- Embed Url – এখানে আপনি আপনার ইউটিউবের ভিডিওতে এন্ডবেড ইউ আর এল রয়েছে তার SCR ফাইল এর ইউআরএলটি পেস্ট করুন।
- Seek ToAction Target URL- এখানে আপনি আপনার যে ব্লগ পোষ্টের মধ্যেই ভিডিও স্ক্রিমা করতে চাচ্ছেন সেই ব্লগ পোষ্টের ইউআরএল টি দিন।
উপরে সকল ইনফরমেশন গুলি সঠিক ভাবে দেয়া হয়ে গেলে হাতের ডান পার্শ্বে আপনি ভিডিও স্ক্রিমা এইচটিএমএল কোড পেয়ে যাবেন এখান থেকে কপি করে নিন।
- এরপর আপনি আপনার ব্লগারের পোস্টে চলে যাবেন। সেখানে পোস্টটি আপনি এডিট এইচটিএমএল ভার্সন করে নেবেন। একদম নিচের দিকে html পোষ্টের কোডের সবার নিচে এই কোডটি পেস্ট করে দিবেন। ব্যস এরপর সেভ দিয়ে নিন।
- এরপর আপনি পোষ্টের মধ্যে যেখানে আপনার ভিডিওটি শো করতে চাচ্ছেন। সেই এরিয়াতে ভিডিওটির embed code কপি করে নিয়ে পেস্ট করে দিন।
- এরপর পোস্টটি আপডেট করে দিন।
- এখন আপনি পোস্টটি ভিউ করলেন ভিডিওটি আপনি পোষ্টের মধ্যে দেখতে পাবেন।
- এখন কোন ভিজিটর যদি আপনার এই কিওয়ারটি নিয়ে গুগলে সার্চ করে সেক্ষেত্রে ভিডিও সেকশনে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনার ভিডিওটি দেখতে পাবে এবং গুগলে আপনার এই পোস্টটি র্যাংক হবে।
আশা করছি প্রত্যেকটি পোস্ট যদি নিয়ম অনুসরণ করে ভিডিও স্ক্রিমা তৈরি করেন।তাহলে আপনার এই পোস্টটি খুব দ্রুত গুগলের র্যাংক হবে এবং গুগলের অর্গানিক ভিজিটর আপনি আপনার পোস্টে পাবেন এবং ভিডিওটিও র্যাংক হবে ভিডিও থেকেও আপনার পোস্টে প্রচুর পরিমাণে ভিজিটর চলে আসবে।
এছাড়াও আপনারা যারা উপরের এই নিয়ম অনুসরণ করে কোনভাবে ভিডিও স্ক্রিমা আপনার ব্লগ পোষ্টের মধ্যে করতে পারছেন না। তাহারা নিচে থাকা আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওটি দেখে খুব সহজেই এই কাজটি আপনারা করতে পারবেন।
ভিডিও স্কিমা কেন করবেন?
ব্লগার ওয়েবসাইটের পোস্টগুলিতে ভিডিও স্ক্রিমা করলে আপনার পোস্টটি google এর র্যাংক হবে।
ভিডিও স্কিমা করতে নিজের ইউটিউবের ভিডিও প্রয়োজন কিনা?
নিজের YouTube চ্যানেলের ভিডিও হলে খুব ভালো আপনি চাইলে অন্যের ভিডিও দিয়ে ভিডিও স্কিমা করতে পারবেন।
ভিডিও স্কিমা কি এসইও?
হ্যাঁ ব্লগার ওয়েবসাইট এ ভিডিও স্ক্রিমা একটি এসইও পার্ট।
আপনারা যারা ব্লগিং ইউটিউবিং এবং ফেসবুকিং করে টাকা আয় করার কথা ভাবছেন তারা অবশ্যই আমার এই ওয়েবসাইটটির সাবস্ক্রাইব করে রাখবেন এবং ইউটিউব চ্যানেল টি সাবস্ক্রাইব করে রাখবেন।