জেনারেট প্রেস প্রিমিয়াম থিমের পোস্ট ইউ আর এল এর মধ্যে #more রিমুভ করার কোড এবং নিয়ম

5/5 - (6 votes)

আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন, আপনার যারা ওয়ার্ডপ্রেস এ জেনারেট প্রেস প্রিমিয়াম থিম দিয়ে ব্লগ সাইট নিয়ে কাজ করছেন। তাদের অনেকেরই দেখা যাচ্ছে ব্লগ পোস্ট এর ইউ আর এল এর মধ্যে #more লিংকে দেখা যাচ্ছে যা SEO এর জন্য খুবই বাজে একটা এক্সপেরিয়েন্স।

অতএব আপনাকে আপনার ব্লগ পোষ্টের ইউআরএল এর মধ্যে থাকা #more এই লেখাটি অবশ্যই রিমুভ করতে হবে।তাই আজকের এই পোস্টে কিভাবে আপনারা এটি রিমুভ করবেন সে বিষয়ে জানাবো।

#more লিংক এর মধ্যে রিমুভ করার নিয়ম

👉প্রথমে আপনি আপনার সাইটের এডমিন ড্যাশবোর্ড এ প্রবেশ করুন।

👉এখন Appearance থেকে theme file editor এই অপশনে প্রবেশ করুন।

👉এখান থেকে functions.php সিলেক্ট করুন।

👉এরপরে নিচে থাকা এই PHP কোডটি কপি করে 👇 থিম ফাইল এডিটর ফাংশন ডট পিএইচপির ঘরে এই কোডগুলোর মধ্যে পেস্ট করে দিন।

add_filter( 'generate_more_jump', '__return_false' ); 

👉এরপর নিচে থেকে “Update File” উপর ক্লিক করে বের হয়ে আসুন।

আশা করছ উপরের এই নিয়ম অনুসরণ করলে খুব সহজে আপনারা আপনাদের জেনারেট প্রেস প্রিমিয়াম টিমের ব্লগ পোস্টের মধ্যে থাকা #more এই সমস্যাটির সমাধান করে ফেলতে পারবেন।

এছাড়াও উপরের এই নিয়ম অনুসরণ করতে যদি সমস্যা হয় তাহলে নিচে থাকা ভিডিওটি দেখে সেই নিয়ম অনুসরণ করে আপনারা আপনাদের জেনারেট প্রেস  প্রিমিয়াম থিমের ব্লগ পোস্টের লিংকে থাকা #more এই সমস্যাটা সমাধান করতে পারবেন 👇

শেষ কথা – আশা করছি উপরের নিয়মগুলো সঠিকভাবে অনুসরণ করলে আপনার সমস্যাটির সমাধান হয়ে যাবে।

আজকের এই পোষ্টের মাধ্যমে যদি আপনি বিন্দু পরিমান উপকৃত হয়ে থাকেন তাহলে পোস্টের কমেন্টসে অবশ্যই জানিয়ে দিবেন। পাশাপাশি যদি কোন বিষয়ে তথ্য প্রয়োজন হয় সেটিও কমেন্ট করে জানাবেন।

👉🙏লেখার মধ্যে ভাষা জনিত কোন ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

✅আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন 🤔

আপনার জন্য-

ব্লগ ওয়েবসাইট তৈরি করে নিয়ে মাসে ৬০-৭০ হাজার টাকা আয় করুন

সোশ্যাল মিডিয়া ফলো বাটন ওয়ার্ডপ্রেস সাইটে যুক্ত করার নিয়ম

Generatpress Premium Theme Author Box যুক্ত করার CSS &PHP কোড

ব্লগ পোস্টে কিভাবে লাস্ট আপডেট তারিখ শো করাবেন?

CSS ব্যবহার করে জেনারেট প্রেস থিম কাস্টমাইজেশন করুন

আমাদের আরো সেবা সমূহ :-

↘️আমার ভিডিওগুলো পাবেন যে সকল মাধ্যমে 👇

➡️YouTube চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন –এখানে ক্লিক করুন

➡️Facebook পেজ ফলো করে রাখুন –এখানে ক্লিক করুন

➡️Instagram চ্যানেল ফলো করে রাখুন –এখানে ক্লিক করুন

➡️WhatsApp চ্যানেল ফলো করে রাখুন – এখানে ক্লিক করুন

➡️Telegram গ্রুপ ফলো করে রাখুন –এখানে ক্লিক করুন

➡️Treads চ্যানেল ফলো করে রাখুন –এখানে ক্লিক করুন

➡️TikTok চ্যানেল ফলো করে রাখুন-এখানে ক্লিক করুন

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মো: সানাউল বারী পেশায় একজন ব্লগার এবং ইউটিউব ও ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর।

পোস্টটি শেয়ার করুন -:

Leave a Comment